নরকের রাজ পুত্র

Logo Design by FlamingText.com
Logo Design by FlamingText.com

Cheak you Time

সোমবার, ২৭ জানুয়ারী, ২০১৪

শূন্যতার শব্দে গজল

উদভ্রান্ত পথিক খোঁজে নক্ষত্র আলো,  কোনসে নীহারিকায়

শূন্যতার শব্দে

আমার ভুলের শেষপ্রান্তে তোমাকে খুঁজি
তোমার কারণে লুকানো মরণে প্রতিদিন সাজি ।

চলো পথিক আজ পথহারা হয়ে যাই
তারে খুঁজে আর কি হবে
আগের মতোই পথযে সরল
তোমারে বুকে টেনে নেবে ।।

তিলে তিলে যে শেষের টানে
তোমার বুকে কতো আঘাত হানে
তুমি কবে আর বুঝবে
ওরে প্রদীপের পুড়া বেদনায় কতো
স্মৃতির ঝরা মালা কুঁড়াবে ।

জানি,
নিজেকে তুমি নিজেই গুছিয়ে নিতে পারবে
তুমি জানো এ তোমার ভুল পথ ।
তবু কেনো খেলছো পরাজয়ের খেলা...?

বেদনার বাঁশিতে তুমি ফুঁ দিয়োনা
নিজের বুকে আর জ্বালা নিয়োনা ।
অকারণ চোখ জলে ভাসবে
সেতো বুঝেনা সেতো দিওয়ানা
বিরহে তারে ভালবেসে যাবে ।।

২৭/০১/২০১৪
at IUBAT


একজন কৃষকের কাছেও
জানা হ'ল না
আমার কবিতা তার ভাল লেগেছে
ঘেমে-নেয়ে এসে একজন শ্রমিকও জানাল না
সেই একই কথা
জানাল না ভ্যান-চালক,জানাল না চা-ওয়ালা
না জানাল কাজের মাসী
না মা, না বাবা, না তুমি...

জানাল, জানাল, জানাল বোদ্ধা
কখনও ভাল, কখনও মন্দ, কখনও নিরুত্তাপ
কখনও কথার ব্যাটে তার ছক্কা ।

লিখব না তবে ? লিখব
সেই বোদ্ধাদের জন্য
কবিতা নাকি কোথায় বলেছে--
এ সবার জন্য নয় ।

আমার আর অ-কবি হওয়া হ'ল না বুঝি !