একজন কৃষকের কাছেও
জানা হ'ল না
আমার কবিতা তার ভাল লেগেছে
ঘেমে-নেয়ে এসে একজন শ্রমিকও জানাল না
সেই একই কথা
জানাল না ভ্যান-চালক,জানাল না চা-ওয়ালা
না জানাল কাজের মাসী
না মা, না বাবা, না তুমি...
জানাল, জানাল, জানাল বোদ্ধা
কখনও ভাল, কখনও মন্দ, কখনও নিরুত্তাপ
কখনও কথার ব্যাটে তার ছক্কা ।
লিখব না তবে ? লিখব
সেই বোদ্ধাদের জন্য
কবিতা নাকি কোথায় বলেছে--
এ সবার জন্য নয় ।
আমার আর অ-কবি হওয়া হ'ল না বুঝি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন