সহস্র ফুলের পাপড়ি থেকে কুড়িয়ে নিয়ে
একটি সকাল পেরিয়ে সন্ধায় গিয়েছিলাম
ঐ দুরের কোন এক সৈকতের পাড়ে।
আজো কি সেই স্মৃতি তোমায় মনে পরে ?
আমি ভুলব না কোন দিন,
তেমনি আমায় একদিন হবে গলায় মালা পড়িয়ে।
সৌন্দযর্তা সূর্য অস্তের সাথে বিলীন হতে পারে না
আমি শীতল
নিষ্পলক তাকিয়ে থাকে চোখের মুক্ত মণি
তুষারপাতে চনমনে বিবেক তোমার
আজ ফ্যাকাসে মলিন আমি
সময়ের দাবি যে গ্রহে আছি-তোমার রুপ লাবণ্য
আমার অন্তিম ক্ষণের অনু চাওয়া ।
এখন তোমার ঐশী মসলায় ভাজা হচ্ছে আত্মা আমার
হৃদয়ে শ্বাস নিতে পারছি না
চোখের পলকে এসে আছড়ে পড়ে তপ্ত দীর্ঘশ্বাস।
আর কত প্রতীক্ষায় থাকবো বলো দুরে রেখে উর্ধ্ধশ্বাস ?
তোমার মাঝে চিরন্তন সত্যের অবকাশ,
আমরা একত্রে আলিঙ্গণে করবো বসবাস ।
এখন কিছু কাঙ্খিত সময়ের গভীর অপেক্ষায় থাকি
ধৈর্যহারা অপেক্ষা
অসহ্য, অগ্রহণীয় কিছু বিষাক্ত দৃশ্য চোখে ধরা পড়ে
এই উজার করা ভালবাসায় অবশ্যই বিশ্বাস করা কঠিন ।
তারপরো আমার উদাসী ভাবনায়
গভীর চেতনায়
আবেগ আর অনুভবে মিশে আছো এক তুমি, শুধু তুমি ।
এক শুদ্ধ প্রেমের পারাবারের স্নান করেছি আমি,
হয়েছি সত্যপ্রেমী
অবশেষে,
আমার গহীনেই তোমার অস্তিত্ব খুঁজে পেয়েছি ।
২৩/১২/২০১৩

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন