তোমায় ছোঁব বলে
ভেঙ্গেছি হাতের দুটি আঙ্গুল
গোড়ালি মচকে গেছে
তবু হেসে চলেছি পথ
টেনে চলেছি কতদিন ধরে
সেই ভারি চিন্তাগুলো
মা'কে বলিনি মোটেই
মা'তো রোজই জানতে চায়।
জানালার কাঁচে কেটেছে হাত
ভিত শামুকের মত গুটিয়েছ শরীর
আনমনা হয়েছে মন...
ভেঙ্গেছি বন্ধুত্ত্ব।
সিগারেট ধরা হাতে
ছেঁকা লেগে সম্বিত ফিরেছে
অবশেষে হেসেছি বলেছি...
পার বটে ঈশ্বর তুমি।
ভেঙ্গেছি হাতের দুটি আঙ্গুল
গোড়ালি মচকে গেছে
তবু হেসে চলেছি পথ
টেনে চলেছি কতদিন ধরে
সেই ভারি চিন্তাগুলো
মা'কে বলিনি মোটেই
মা'তো রোজই জানতে চায়।
জানালার কাঁচে কেটেছে হাত
ভিত শামুকের মত গুটিয়েছ শরীর
আনমনা হয়েছে মন...
ভেঙ্গেছি বন্ধুত্ত্ব।
সিগারেট ধরা হাতে
ছেঁকা লেগে সম্বিত ফিরেছে
অবশেষে হেসেছি বলেছি...
পার বটে ঈশ্বর তুমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন