পারামিতা তুমি অবহেলা করেছ বলে.......
অভিমানে আকাশ তার সূর্যটাকে মেঘ দিয়ে ঢেকে ফেলেছে
সকাল থেকে রোদের ঝিলিক হারিয়ে গেছে কুয়াশার অন্ধকারে........
মনটা তাই বিষন্ন্তায় ছেয়ে আছে তোমার স্মৃতি গুলোতে
পারামিতা তুমি অবহেলা করেছ বলে
অভিমানে রাতের আকাশে চাঁদ উঠেনি অমাবশ্যা দিয়ে ঢেকে ফেলেছে
জোৎসনার আলোরা ঝিকিমিকি করেনি রাতের আঁধারে
হৃদয়টা আমার তোমার ভালবাসার গহীন সাগরে ভেসে গেছে ...
পারামিতা তুমি অবহেলা করেছ বলে
অভিমানে সাগরের লোনা জল স্পর্শ করেনি ঐ সুদুর বালু চড়ে
আর বালি হাঁসরা উড়ে আসেনি শিকার ধরার ছলে....
বিপন্ন আমার সুর হারিয়ে গেছে কোন অবেলাতে কে জানে ???
পারামিতা তুমি অবহেলা করেছ বলে
অভিমানে ফুলেরা সুভাষ ছড়ায়নি দক্ষিনা হাওয়াতে
দুধ ধানের শীষ মরে পড়ে আছে ক্ষেতের আলে'
মাছরাঙা হারিয়েছে পালকের রঙিন কবিতা।
পারামিতা তুমি অবহেলা করেছ বলে
অভিমানে থমকে গেছে আমার পৃথিবীর সব চাওয়া পাওয়া
এতো বিপর্যয় আমার সারা পৃথিবীময় কাটেনা সময়
তুমি কি আজও আমার হৃদয় খুলে তোমার ভালবাসার আদর দিয়ে
কল্লোল তুলবেনা?
অভিমান করে চলে গেলে তুমি কি আমার জীবনে আর ফিরে আসবেনা ???????
অভিমানে আকাশ তার সূর্যটাকে মেঘ দিয়ে ঢেকে ফেলেছে
সকাল থেকে রোদের ঝিলিক হারিয়ে গেছে কুয়াশার অন্ধকারে........
মনটা তাই বিষন্ন্তায় ছেয়ে আছে তোমার স্মৃতি গুলোতে
পারামিতা তুমি অবহেলা করেছ বলে
অভিমানে রাতের আকাশে চাঁদ উঠেনি অমাবশ্যা দিয়ে ঢেকে ফেলেছে
জোৎসনার আলোরা ঝিকিমিকি করেনি রাতের আঁধারে
হৃদয়টা আমার তোমার ভালবাসার গহীন সাগরে ভেসে গেছে ...
পারামিতা তুমি অবহেলা করেছ বলে
অভিমানে সাগরের লোনা জল স্পর্শ করেনি ঐ সুদুর বালু চড়ে
আর বালি হাঁসরা উড়ে আসেনি শিকার ধরার ছলে....
বিপন্ন আমার সুর হারিয়ে গেছে কোন অবেলাতে কে জানে ???
পারামিতা তুমি অবহেলা করেছ বলে
অভিমানে ফুলেরা সুভাষ ছড়ায়নি দক্ষিনা হাওয়াতে
দুধ ধানের শীষ মরে পড়ে আছে ক্ষেতের আলে'
মাছরাঙা হারিয়েছে পালকের রঙিন কবিতা।
পারামিতা তুমি অবহেলা করেছ বলে
অভিমানে থমকে গেছে আমার পৃথিবীর সব চাওয়া পাওয়া
এতো বিপর্যয় আমার সারা পৃথিবীময় কাটেনা সময়
তুমি কি আজও আমার হৃদয় খুলে তোমার ভালবাসার আদর দিয়ে
কল্লোল তুলবেনা?
অভিমান করে চলে গেলে তুমি কি আমার জীবনে আর ফিরে আসবেনা ???????
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন