প্রিয় মরিচিকা..........
আজ একটা সত্যি কথা বলি,
আমি কখনোই তোমার দৈহিক সান্নিধ্য চাই নি,
চাই নি আমি তোমার কাছে গভীর আবেগ আলিঙ্গন,
চাই নি আমি চাই নি...তুমি দাও আমার শুষ্ক ঠোঁটে চুম্বন....
কারন এ নিতান্তই অতি সহজ ও পরিচিত চিত্র|
চাই নি আমি সবার মত প্রেমাবেশে হাতে হাত রেখে ঘুরে বেড়াতে!
চাই নি আমি সকলের মত নিয়ম মাফিক কথা বলতে..দেখা করতে||
আমি শুধু চেয়েছি প্রাণ ভরা ভালবাসা,
চেয়েছি চাপা অনুভূতি,
চেয়েছি বুঝতে আর বোঝাতে...
দুজন দুজনার কাছে কতটা দামী....মরিচিকা!
আমার কবিতার ছত্রেছত্রে তুমি মিশে,
আমার প্রতিটি নিঃশ্বাসেও তুমিই মিশে,
আমি চেয়েছিলাম. যখন আমি বলব তোমায় ভালবাসি,
তুমি বলবে না ভালবাস,
শুধু গভীর চোখের অপলক চাহুনিতে
বুঝিয়ে দেবে..
প্রতিটি নিঃশ্বাস তোমারও আমাতেই মিশে....
আজ একটা সত্যি কথা বলি,
আমি কখনোই তোমার দৈহিক সান্নিধ্য চাই নি,
চাই নি আমি তোমার কাছে গভীর আবেগ আলিঙ্গন,
চাই নি আমি চাই নি...তুমি দাও আমার শুষ্ক ঠোঁটে চুম্বন....
কারন এ নিতান্তই অতি সহজ ও পরিচিত চিত্র|
চাই নি আমি সবার মত প্রেমাবেশে হাতে হাত রেখে ঘুরে বেড়াতে!
চাই নি আমি সকলের মত নিয়ম মাফিক কথা বলতে..দেখা করতে||
আমি শুধু চেয়েছি প্রাণ ভরা ভালবাসা,
চেয়েছি চাপা অনুভূতি,
চেয়েছি বুঝতে আর বোঝাতে...
দুজন দুজনার কাছে কতটা দামী....মরিচিকা!
আমার কবিতার ছত্রেছত্রে তুমি মিশে,
আমার প্রতিটি নিঃশ্বাসেও তুমিই মিশে,
আমি চেয়েছিলাম. যখন আমি বলব তোমায় ভালবাসি,
তুমি বলবে না ভালবাস,
শুধু গভীর চোখের অপলক চাহুনিতে
বুঝিয়ে দেবে..
প্রতিটি নিঃশ্বাস তোমারও আমাতেই মিশে....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন