“আমি ভাল আছি”
কোথা থেকে তোমার আকাশ ছুঁয়ে
এক ঝাঁক সাদাকালো মেঘ
আমার আকাশে এসে
বৃষ্টি হয়ে ঝরে পড়ল!
সেই বৃষ্টির জলে তোমার গন্ধ....
আমাকে উতাল করে দিল...
হঠাৎই মনে পড়ল..
মরিচিকা তুমি ভাল আছো তো?
অনেক দিল হল তোমার ঐ মুখ দেখি নি,
অনেকটা সময় পার হয়ে গেছে
কোন কথাও বলিনি,
তোমার সুখস্মৃতি বুকে আগলে আছি এখনও,
সে স্মৃতি আজও মলিন হতে দিই নি|
অনেক যত্নে রেখেছি আমি তোমায়,
আমার এ অন্তঃকরণে,
কখনো তোমার অভাব বুঝতে দিই নি নিজেকে...
আজ হঠাৎ এই বৃষ্টির গন্ধ
মনে করিয়ে দিল তোমার ভেজা চুলের সুবাস,
জুঁই ফুলের মালা ..বৃষ্টি ভেজা গন্ধ..
সব মিলে আজ আমার মনে জেগে উঠল
তোমাকে ফিরে পাওয়ার আশ্বাস..
মরিচিকা তুমি কেমন আছো?
জানো আমি দারুণ ভাল আছি,
আমার হৃৎপিন্ডটা..
ডাক্তার বলছে আর বেশি সক্ষম নয়,
ছাড়োতো ওদের কথা,
যখন রাতে শ্বাস কষ্টে ঘুম আসে না,
তোমার ছবি বুকে ধরে
কত কথাই বলি তোমায়,
তুমি কি শুনতে পাও তা?
আমার মনে হয় তুমি আমার বুকে হাত বুলিয়ে দিচ্ছ,
আরামে তখন চোখে জল নিয়ে
চোখ বুজে শুয়ে থাকি,
কারন জানি চোখ খুললেই
তুমি চলে যাবে...
কোথা থেকে তোমার আকাশ ছুঁয়ে
এক ঝাঁক সাদাকালো মেঘ
আমার আকাশে এসে
বৃষ্টি হয়ে ঝরে পড়ল!
সেই বৃষ্টির জলে তোমার গন্ধ....
আমাকে উতাল করে দিল...
হঠাৎই মনে পড়ল..
মরিচিকা তুমি ভাল আছো তো?
অনেক দিল হল তোমার ঐ মুখ দেখি নি,
অনেকটা সময় পার হয়ে গেছে
কোন কথাও বলিনি,
তোমার সুখস্মৃতি বুকে আগলে আছি এখনও,
সে স্মৃতি আজও মলিন হতে দিই নি|
অনেক যত্নে রেখেছি আমি তোমায়,
আমার এ অন্তঃকরণে,
কখনো তোমার অভাব বুঝতে দিই নি নিজেকে...
আজ হঠাৎ এই বৃষ্টির গন্ধ
মনে করিয়ে দিল তোমার ভেজা চুলের সুবাস,
জুঁই ফুলের মালা ..বৃষ্টি ভেজা গন্ধ..
সব মিলে আজ আমার মনে জেগে উঠল
তোমাকে ফিরে পাওয়ার আশ্বাস..
মরিচিকা তুমি কেমন আছো?
জানো আমি দারুণ ভাল আছি,
আমার হৃৎপিন্ডটা..
ডাক্তার বলছে আর বেশি সক্ষম নয়,
ছাড়োতো ওদের কথা,
যখন রাতে শ্বাস কষ্টে ঘুম আসে না,
তোমার ছবি বুকে ধরে
কত কথাই বলি তোমায়,
তুমি কি শুনতে পাও তা?
আমার মনে হয় তুমি আমার বুকে হাত বুলিয়ে দিচ্ছ,
আরামে তখন চোখে জল নিয়ে
চোখ বুজে শুয়ে থাকি,
কারন জানি চোখ খুললেই
তুমি চলে যাবে...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন