নরকের রাজ পুত্র

Logo Design by FlamingText.com
Logo Design by FlamingText.com

Cheak you Time

রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩

শেষ বিকেলের তীর্যক সূর্যালোক
আছড়ে পড়ে হলদেটে ভবনটার গায়
চূড়ায় তার নীল গম্বুজ
তাতে নেই অতলান্তিকের সুনীল প্রাণবন্ততা;
বরং মরা মাছের চোখের মত ঝাপসা, ঘষা কাঁচের মতো
আপাত স্থির আমি,
চারপাশে অপরিমেয় গতিময়তা......মোশন ব্লার
একটু হাঁসফাঁস, ক্ষণিক দীর্ঘশ্বাস-
ব্যতিব্যস্ত হয়ে মুছি কপোলের লোনা জল,
উৎস তার কোথায় সে অবশ্য জানা নেই।
ধূসর আকাশ, গুমোট স্থব্ধতা-
চারপাশে এত সরবতার মাঝেও এক
অসহনীয় অব্যক্ততা,
ক্লান্ত অনিচ্ছুক পায়ে এগিয়ে চলি
দীর্ঘ হতে দীর্ঘতর হতে থাকে আমার ছায়া
সন্ধ্যা এই নামলো বলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন