এই কথা গুলো নিতান্তুই সত্য...
আমি চাই তোমাকে এক নজর দেখার পর যেন
আমি অন্ধ হয়ে যাই
তুমি ছাড়া আর কেউ যেন না ভাসে এই চোখে
আমি চাই তোমাকে এক
মুহূর্তে ভালোবেসে যেন আমার
হৃদয়স্পন্ধন বন্ধ হয়ে যায়
যাতে সেই হৃদয়ে আর কারো বিচরন না হয়
আমি চাই তোমাকে এক বার ছোঁয়ার পর যেন
আমার হাতকর্পূরের মত উড়েযায়
যাতে এই হাত আর কারো ছোঁয়া না পায় .
আমি চাই তোমাকে একবার আলিঙ্গনের
পরেই যেন আমার মরন হয়
যেন এ দেহ আর কারো আলিঙ্গন না চায়.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন