অপরূপ বিকেলের মেঘরোদ্দুর লুকোচুরি
আকাশের অপলক দৃষ্টিতে মুহূর্তের ছায়াচ্ছন্ন চোখে
লুকানো ছিল কি কোন অনুপম বিষণ্ণতা ?
আমি কি বিসৃত ছিলাম তবে ম্রিয়মাণ গোধূলি
নিসর্গের সকরুন বৃষ্টিবিলাপ ,ভরা ভাদরের জলতরঙ্গ ?
শুনিনি কি এই মাধুরী মাখা নির্জন নিভৃতসঙ্গীত
আমাতেই বিলীন একাকী আত্মমগ্ন আমি
কোন বিশেষ কিছু কি বলিনি তবে এই সুনীল প্রকৃতির কাছে ?
তাই বুঝি ঘনঘোর গহন আঁধার নেমেছিল
আকাশের আলোকিত দৃষ্টিতে মুহূর্তের ছায়াচ্ছন্ন চোখে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন