নরকের রাজ পুত্র

Logo Design by FlamingText.com
Logo Design by FlamingText.com

Cheak you Time

রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩

____ নির্যাতিত অনুভুতি


কোনো এক অভিশপ্ত সন্ধ্যা
অসহায় বন্ধুত্ব উপহাস করে
আমার নিষ্পাপ অনুভুতি
নিঃস্বার্থ অধ্যায় নিঃশেষ।
তবুও তোমার বিভক্ত ইচ্ছেপ্রহর
সাময়িক ছলনা-মঞ্চে ভাগ্যদেবতা
বড় কষ্ট নিয়ে নির্যাতিত অনুভুতি !

এ যেন
জীবন-রেখার দগ্ধ কত প্রহর !
৩৬৫ তম গোধুলি বেলায়
বিষন্ন অভিমান ও নিরব আর্তনাদে
হৃদয় দুয়ারে মৌন অভিমান।
রক্তাক্ত অন্তর্দহনে শশ্মানের যাত্রী
স্বার্থপর দুঃসময়ে নির্যাতিত অনুভুতি।

এখন
ক্লান্ত চোখের পাতা নিদ্রাহীন
অতীত দুয়ারে বিধ্বস্ত প্রাণ
ভীষণ মনোকষ্টে চলমান যাত্রী।
চারপাশে কত করুনাময়ী
তবুও জগতকে মেনে নিয়ে
কবিতার মানবতায়, তোমাদের জানিয়ে
নির্যাতিত অনুভুতি বাঁচে !
তোমাদের আশেপাশে -
ডানা জাপটানো পাখীর
রক্তাক্ত মৃত্যুস্বাদ নিয়ে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন