সন্ধ্যায় আলো মিলিয়ে যাওয়া আকাশ
বিষণ্ন এক ভাব
এদিক ওদিক চারদিক নীরব
আলোকিত চাঁদ উঁকি দেয়
চারদিকে আলোর ছটা
এমন এক রাত চেয়েছিলাম
কান্না করবো বলে
চাঁদের দিকে তাকিয়ে তোমাকে
নীরবে ভেবে ভেবে
আজ চাঁদ আছে সাথে
মনের মত পরিবেশ
নেই শুধু.........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন