শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩
তুমি নেই আজ
সন্ধ্যায় আলো মিলিয়ে যাওয়া আকাশ
বিষণ্ন এক ভাব
এদিক ওদিক চারদিক নীরব
আলোকিত চাঁদ উঁকি দেয়
চারদিকে আলোর ছটা
এমন এক রাত চেয়েছিলাম
কান্না করবো বলে
চাঁদের দিকে তাকিয়ে তোমাকে
নীরবে ভেবে ভেবে
আজ চাঁদ আছে সাথে
মনের মত পরিবেশ
নেই শুধু.........
~আমার এ প্রেম নয় তো ভীরু ~রবীন্দ্রনাথ ঠাকুর
আমার এ প্রেম নয় তো ভীরু,
নয় তো হীনবল -
শুধু কি এ ব্যাকুল হয়ে
ফেলবে অশ্রুজল।
মন্দমধুর সুখে শোভায়
প্রেম কে কেন ঘুমে ডোবায়।
তোমার সাথে জাগতে সে চায়
আনন্দে পাগল।
নাচ' যখন ভীষণ সাজে
তীব্র তালের আঘাত বাজে,
পালায় ত্রাসে পালায় লাজে
সন্দেহ বিহবল।
সেই প্রচন্ড মনোহরে
প্রেম যেন মোর বরণ করে,
ক্ষুদ্র আশার স্বর্গ তাহার
দিক সে রসাতল।
═══════════════════════
____ নির্যাতিত অনুভুতি
কোনো এক অভিশপ্ত সন্ধ্যা
অসহায় বন্ধুত্ব উপহাস করে
আমার নিষ্পাপ অনুভুতি
নিঃস্বার্থ অধ্যায় নিঃশেষ।
তবুও তোমার বিভক্ত ইচ্ছেপ্রহর
সাময়িক ছলনা-মঞ্চে ভাগ্যদেবতা
বড় কষ্ট নিয়ে নির্যাতিত অনুভুতি !
এ যেন
জীবন-রেখার দগ্ধ কত প্রহর !
৩৬৫ তম গোধুলি বেলায়
বিষন্ন অভিমান ও নিরব আর্তনাদে
হৃদয় দুয়ারে মৌন অভিমান।
রক্তাক্ত অন্তর্দহনে শশ্মানের যাত্রী
স্বার্থপর দুঃসময়ে নির্যাতিত অনুভুতি।
এখন
ক্লান্ত চোখের পাতা নিদ্রাহীন
অতীত দুয়ারে বিধ্বস্ত প্রাণ
ভীষণ মনোকষ্টে চলমান যাত্রী।
চারপাশে কত করুনাময়ী
তবুও জগতকে মেনে নিয়ে
কবিতার মানবতায়, তোমাদের জানিয়ে
নির্যাতিত অনুভুতি বাঁচে !
তোমাদের আশেপাশে -
ডানা জাপটানো পাখীর
রক্তাক্ত মৃত্যুস্বাদ নিয়ে !
মুহূর্তের ছায়াচ্ছন্ন চোখ
অপরূপ বিকেলের মেঘরোদ্দুর লুকোচুরি
আকাশের অপলক দৃষ্টিতে মুহূর্তের ছায়াচ্ছন্ন চোখে
লুকানো ছিল কি কোন অনুপম বিষণ্ণতা ?
আমি কি বিসৃত ছিলাম তবে ম্রিয়মাণ গোধূলি
নিসর্গের সকরুন বৃষ্টিবিলাপ ,ভরা ভাদরের জলতরঙ্গ ?
শুনিনি কি এই মাধুরী মাখা নির্জন নিভৃতসঙ্গীত
আমাতেই বিলীন একাকী আত্মমগ্ন আমি
কোন বিশেষ কিছু কি বলিনি তবে এই সুনীল প্রকৃতির কাছে ?
তাই বুঝি ঘনঘোর গহন আঁধার নেমেছিল
আকাশের আলোকিত দৃষ্টিতে মুহূর্তের ছায়াচ্ছন্ন চোখে ?
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)