নরকের রাজ পুত্র

Logo Design by FlamingText.com
Logo Design by FlamingText.com

Cheak you Time

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

অন্তিম ক্ষণের অনু চাওয়া………


সহস্র ফুলের পাপড়ি থেকে কুড়িয়ে নিয়ে
একটি সকাল পেরিয়ে সন্ধায় গিয়েছিলাম
ঐ দুরের কোন এক সৈকতের পাড়ে।
আজো কি সেই স্মৃতি তোমায় মনে পরে ?
আমি ভুলব না কোন দিন,
তেমনি আমায় একদিন হবে গলায় মালা পড়িয়ে।

সৌন্দযর্তা সূর্য অস্তের সাথে বিলীন হতে পারে না
আমি শীতল
নিষ্পলক তাকিয়ে থাকে চোখের মুক্ত মণি
তুষারপাতে চনমনে বিবেক তোমার
আজ ফ্যাকাসে মলিন আমি
সময়ের দাবি যে গ্রহে আছি-তোমার রুপ লাবণ্য
আমার অন্তিম ক্ষণের অনু চাওয়া ।

এখন তোমার ঐশী মসলায় ভাজা হচ্ছে আত্মা আমার
হৃদয়ে শ্বাস নিতে পারছি না
চোখের পলকে এসে আছড়ে পড়ে তপ্ত দীর্ঘশ্বাস।
আর কত প্রতীক্ষায় থাকবো বলো দুরে রেখে উর্ধ্ধশ্বাস ?
তোমার মাঝে চিরন্তন সত্যের অবকাশ,
আমরা একত্রে আলিঙ্গণে করবো বসবাস ।

এখন কিছু কাঙ্খিত সময়ের গভীর অপেক্ষায় থাকি
ধৈর্যহারা অপেক্ষা
অসহ্য, অগ্রহণীয় কিছু বিষাক্ত দৃশ্য চোখে ধরা পড়ে
এই উজার করা ভালবাসায় অবশ্যই বিশ্বাস করা কঠিন ।
তারপরো আমার উদাসী ভাবনায়
গভীর চেতনায়
আবেগ আর অনুভবে মিশে আছো এক তুমি, শুধু তুমি ।

এক শুদ্ধ প্রেমের পারাবারের স্নান করেছি আমি,
হয়েছি সত্যপ্রেমী
অবশেষে,
আমার গহীনেই তোমার অস্তিত্ব খুঁজে পেয়েছি ।
২৩/১২/২০১৩

“আমি ভাল আছি” --সাগর ভট্টাচার্য্য

“আমি ভাল আছি”



কোথা থেকে তোমার আকাশ ছুঁয়ে
এক ঝাঁক সাদাকালো মেঘ
আমার আকাশে এসে
বৃষ্টি হয়ে ঝরে পড়ল!
সেই বৃষ্টির জলে তোমার গন্ধ....
আমাকে উতাল করে দিল...
হঠাৎই মনে পড়ল..
  মরিচিকা তুমি ভাল আছো তো?

অনেক দিল হল তোমার ঐ মুখ দেখি নি,
অনেকটা সময় পার হয়ে গেছে
কোন কথাও বলিনি,
তোমার সুখস্মৃতি বুকে আগলে আছি এখনও,
সে স্মৃতি আজও মলিন হতে দিই নি|

অনেক যত্নে রেখেছি আমি তোমায়,
আমার এ অন্তঃকরণে,
কখনো তোমার অভাব বুঝতে দিই নি নিজেকে...

আজ হঠাৎ এই বৃষ্টির গন্ধ
মনে করিয়ে দিল তোমার ভেজা চুলের সুবাস,
জুঁই ফুলের মালা ..বৃষ্টি ভেজা গন্ধ..
সব মিলে আজ আমার মনে জেগে উঠল
তোমাকে ফিরে পাওয়ার আশ্বাস..

  মরিচিকা তুমি কেমন আছো?
জানো আমি দারুণ ভাল আছি,
আমার হৃৎপিন্ডটা..
ডাক্তার বলছে আর বেশি সক্ষম নয়,
ছাড়োতো ওদের কথা,
যখন রাতে শ্বাস কষ্টে ঘুম আসে না,
তোমার ছবি বুকে ধরে
কত কথাই বলি তোমায়,
তুমি কি শুনতে পাও তা?
আমার মনে হয় তুমি আমার বুকে হাত বুলিয়ে দিচ্ছ,
আরামে তখন চোখে জল নিয়ে
চোখ বুজে শুয়ে থাকি,
কারন জানি চোখ খুললেই
তুমি চলে যাবে...

রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩

প্রিয় মরিচিকা..........

প্রিয় মরিচিকা..........
আজ একটা সত্যি কথা বলি,
আমি কখনোই তোমার দৈহিক সান্নিধ্য চাই নি,
চাই নি আমি তোমার কাছে গভীর আবেগ আলিঙ্গন,
চাই নি আমি চাই নি...তুমি দাও আমার শুষ্ক ঠোঁটে চুম্বন....
কারন এ নিতান্তই অতি সহজ ও পরিচিত চিত্র|
চাই নি আমি সবার মত প্রেমাবেশে হাতে হাত রেখে ঘুরে বেড়াতে!
চাই নি আমি সকলের মত নিয়ম মাফিক কথা বলতে..দেখা করতে||

আমি শুধু চেয়েছি প্রাণ ভরা ভালবাসা,
চেয়েছি চাপা অনুভূতি,
চেয়েছি বুঝতে আর বোঝাতে...
দুজন দুজনার কাছে কতটা দামী....মরিচিকা!
আমার কবিতার ছত্রেছত্রে তুমি মিশে,
আমার প্রতিটি নিঃশ্বাসেও তুমিই মিশে,
আমি চেয়েছিলাম. যখন আমি বলব তোমায় ভালবাসি,
তুমি বলবে না ভালবাস,
শুধু গভীর চোখের অপলক চাহুনিতে
বুঝিয়ে দেবে..
প্রতিটি নিঃশ্বাস তোমারও আমাতেই মিশে....

অদৃষ্ট

তোমায় ছোঁব বলে
ভেঙ্গেছি হাতের দুটি আঙ্গুল
গোড়ালি মচকে গেছে
তবু হেসে চলেছি পথ
টেনে চলেছি কতদিন ধরে
সেই ভারি চিন্তাগুলো
মা'কে বলিনি মোটেই
মা'তো রোজই জানতে চায়।

জানালার কাঁচে কেটেছে হাত
ভিত শামুকের মত গুটিয়েছ শরীর
আনমনা হয়েছে মন...
ভেঙ্গেছি বন্ধুত্ত্ব।

সিগারেট ধরা হাতে
ছেঁকা লেগে সম্বিত ফিরেছে
অবশেষে হেসেছি বলেছি...
পার বটে ঈশ্বর তুমি।

পারামিতার অভিমান

পারামিতা তুমি অবহেলা করেছ বলে.......
অভিমানে আকাশ তার সূর্যটাকে মেঘ দিয়ে ঢেকে ফেলেছে
সকাল থেকে রোদের ঝিলিক হারিয়ে গেছে কুয়াশার অন্ধকারে........
মনটা তাই বিষন্ন্তায় ছেয়ে আছে তোমার স্মৃতি গুলোতে

পারামিতা তুমি অবহেলা করেছ বলে
অভিমানে রাতের আকাশে চাঁদ উঠেনি অমাবশ্যা দিয়ে ঢেকে ফেলেছে
জোৎসনার আলোরা ঝিকিমিকি করেনি রাতের আঁধারে
হৃদয়টা আমার তোমার ভালবাসার গহীন সাগরে ভেসে গেছে ...

পারামিতা তুমি অবহেলা করেছ বলে
অভিমানে সাগরের লোনা জল স্পর্শ করেনি ঐ সুদুর বালু চড়ে
আর বালি হাঁসরা উড়ে আসেনি শিকার ধরার ছলে....
বিপন্ন আমার সুর হারিয়ে গেছে কোন অবেলাতে কে জানে ???

পারামিতা তুমি অবহেলা করেছ বলে
অভিমানে ফুলেরা সুভাষ ছড়ায়নি দক্ষিনা হাওয়াতে
দুধ ধানের শীষ মরে পড়ে আছে ক্ষেতের আলে'
মাছরাঙা হারিয়েছে পালকের রঙিন কবিতা।

পারামিতা তুমি অবহেলা করেছ বলে
অভিমানে থমকে গেছে আমার পৃথিবীর সব চাওয়া পাওয়া
এতো বিপর্যয় আমার সারা পৃথিবীময় কাটেনা সময়
তুমি কি আজও আমার হৃদয় খুলে তোমার ভালবাসার আদর দিয়ে
কল্লোল তুলবেনা?
অভিমান করে চলে গেলে তুমি কি আমার জীবনে আর ফিরে আসবেনা ???????

রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩

শেষ বিকেলের তীর্যক সূর্যালোক
আছড়ে পড়ে হলদেটে ভবনটার গায়
চূড়ায় তার নীল গম্বুজ
তাতে নেই অতলান্তিকের সুনীল প্রাণবন্ততা;
বরং মরা মাছের চোখের মত ঝাপসা, ঘষা কাঁচের মতো
আপাত স্থির আমি,
চারপাশে অপরিমেয় গতিময়তা......মোশন ব্লার
একটু হাঁসফাঁস, ক্ষণিক দীর্ঘশ্বাস-
ব্যতিব্যস্ত হয়ে মুছি কপোলের লোনা জল,
উৎস তার কোথায় সে অবশ্য জানা নেই।
ধূসর আকাশ, গুমোট স্থব্ধতা-
চারপাশে এত সরবতার মাঝেও এক
অসহনীয় অব্যক্ততা,
ক্লান্ত অনিচ্ছুক পায়ে এগিয়ে চলি
দীর্ঘ হতে দীর্ঘতর হতে থাকে আমার ছায়া
সন্ধ্যা এই নামলো বলে