![]() |
| উদভ্রান্ত পথিক খোঁজে নক্ষত্র আলো, কোনসে নীহারিকায় |
শূন্যতার শব্দে
আমার ভুলের শেষপ্রান্তে তোমাকে খুঁজি
তোমার কারণে লুকানো মরণে প্রতিদিন সাজি ।
চলো পথিক আজ পথহারা হয়ে যাই
তারে খুঁজে আর কি হবে
আগের মতোই পথযে সরল
তোমারে বুকে টেনে নেবে ।।
তিলে তিলে যে শেষের টানে
তোমার বুকে কতো আঘাত হানে
তুমি কবে আর বুঝবে
ওরে প্রদীপের পুড়া বেদনায় কতো
স্মৃতির ঝরা মালা কুঁড়াবে ।
জানি,
নিজেকে তুমি নিজেই গুছিয়ে নিতে পারবে
তুমি জানো এ তোমার ভুল পথ ।
তবু কেনো খেলছো পরাজয়ের খেলা...?
বেদনার বাঁশিতে তুমি ফুঁ দিয়োনা
নিজের বুকে আর জ্বালা নিয়োনা ।
অকারণ চোখ জলে ভাসবে
সেতো বুঝেনা সেতো দিওয়ানা
বিরহে তারে ভালবেসে যাবে ।।
২৭/০১/২০১৪
at IUBAT


