ভুলতে চাই...কিন্তু
ভুলতে চাই...কিন্তু
------------
ভোলা কি যায়! এতই সহজ
সব কিছু ভুলে যাওয়া ?
চলতে গিয়ে যেসব স্মৃতি
পথের পাশে কুড়িয়ে পাওয়া,
তাদের নিয়েই কেটেছে দিন
কেটেছে রাত, সঙ্গী ছিল
বাদল হাওয়া।
অনেক দিন তো পার
করেছি জাল বুনে ঐ কল্পনার,
এবার সবই ছাড়ার পালা,
ভেবেছিলাম পারবো আমি
সুঁতো ছাড়াই গাঁথতে মালা,
ফুল গুলো সব হারিয়ে গেল
একেক করে কোথায় যেন-
তবুও আমি রয়েছি বসে
লাভ ক্ষতির অংক কষে
অনেক বছর করেছি পার,
দিন গুনছি তোমার আসার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন