নরকের রাজ পুত্র

Logo Design by FlamingText.com
Logo Design by FlamingText.com

Cheak you Time

সোমবার, ২২ জুলাই, ২০১৩

হিরণ্ময় আত্মা ১৫ -The Diamond Soul

হিরণ্ময় আত্মা ১৫
 The Diamond Soul

সুদুরে যাও , গভীরে বও , দূর থেকে আরও নিকটবর্তী
কখনো দীর্ঘ তরঙ্গমালা , কখনো ক্ষুদ্র জলোচ্ছ্বাস
নিপুণ আলোর সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরো
বিন্যাস ও বিচ্ছুরণে চৈতন্যের সযত্ন প্রয়াস ।

জলের গহীনে কখনো অবিরাম অগ্নুৎপাত ,বজ্রনিনাদ
দহনের উষ্ণতা নিয়ে অবিশ্বাস্য ছাইভস্ম থেকে
জেগে ওঠা অচিন ,আতিকায় পাখি যেন তুমি

চির আদিমতার সুবিশাল আঁধার ভুবন থেকে
জগতের সকল অম্লান কথা ও কাহিনী পুনরুদ্ধার করে
হিরণ্ময় আলোকে আলোকিত কর ভুবন আমার ।

ডানার শব্দে সীমাহীন অনন্ত পথে পথে
বুনে যাও জীবনের জয়গান অবিরাম
তোমার কলতানে এঁকে যাও পালক রেখায়
আমার আকাশে কি উল্লাসে আশার ছবি ।

ছায়াচ্ছন্ন রংধনু গোধূলির মায়ামূর্তি তুমি বহুমাত্রিক বিস্তারে
সাথে করে টেনে নাও হৃদয়ের উচ্ছ্বাস যত
কোন পথে সাবলিল অনমনীয় অপার উড়াল উজ্জ্বলতম স্বর্গদ্বারে ।
(Collection)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন