এসব আসলে কিছু নয়, সময়ের মত
---------------------------
এসব আসলে কিছু নয়,
সময়ের মত কিছু সর জমে
সরে যায়, দুধেলা আকাশে
এসব তোর ও জানা
ভোর আসে, যেমন নিয়তি,
কার ক্ষতি, কে হয়েছে ধারি
এভাবে কি বলে দিতে পারি? বলা যায়?
জানি, কষ্ট হয়,
সাধের সাপের ঠোঁটে ঠোঁট রেখে
চলে যায় বেদেনি জীবন
নিজের গরজে তাই
নিজেরই গরল গিলে থাকা
নিজেকেই নীলকন্ঠ ডাকা
আসলে এসব কিছু নয়....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন