নরকের রাজ পুত্র

Logo Design by FlamingText.com
Logo Design by FlamingText.com

Cheak you Time

সোমবার, ২২ জুলাই, ২০১৩

এলোমেলো জীবন


বলতে পারিস আমায় আর কতটা কষ্ট দিলে
তুই সুখি হবি
আর কতটা কষ্ট দিলে
তোর মন শান্ত হবে
জানিস মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে আমার,
আর কতটা কষ্ট সহ্য করলে তুই বিশ্বাস করবি
আমি তোকে আমার জীবনের থেকেও বেশি ভালবাসি
তোকে ছাড়া আমার প্রতিটি নিঃশ্বাস অর্থহীন
আমাকে ছাড়া বেচে থাকা তোর কাছে ঠিক যতটা সম্ভব
তোকে ছাড়া বেচে থাকা আমার কাছে ঠিক ততটাই অসম্ভব
কেন এতটা ঘৃণা করিস আমায় বলতে পারিস?
তোকে আমি পাগলের মত ভালবাসি এটাই কি আমার সবচেয়ে বড় অপরাধ?
মাঝে মাঝে আর সহ্য করতে পারি না
খুব ইচ্ছা করে চিৎকার করে বলতে
কতটা ভালবাসি শুধু তোকে
ভাল থাকিস... আরো বেশি ঘৃণা করিস .

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন