হে ঘুম
......
ঘুমিয়ে গেলে জাগব না আর এই ভেবে ঘুম তাড়াই
ঘুমের নিস্কম্প ছায়ার তলে
গুটিয়ে থাকা চাপা অবসাদের আহবানে
বিছিয়ে দেই মুহূর্তের ঠাণ্ডা মাদুরে—নিজেকে
মহাশুন্যের মত মহাশুন্যস্থানে
একলা একা
গ্রহানুর মত ভাসি ছুটি নিজস্ব কক্ষপথে —ঘুমের
হে ঘুম , ঘুমিয়ে থাকা বিরল ঘুম
জেগে ওঠ না আর
জীবনে আমার!
ঘুমাতে চাই না আর –ঘুমাও তুমি
পাহারায় বরং আছি জেগে
এই রাতে , শুয়ে শুয়ে সময়ের বাহুতে
হে ঘুম ,উড়ে আসা ঘুমিয়ে পড়া ঘুম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন