কেউ বলে দেও আমি থাকে ভুলথে পারব না ,
আর আমি ফিরে আসব না
বড় আশা নিয়ে থাকে ভালোবেসেছি
মন ভেগে দিয়ে আর দিয়ে গেছ দুক্ষ আর কষ্ট
বলে যে ভালবাসা সবাই পাই না
হয় থো তাই আমি পাই নাই
আমি শিকেছি তোমার কাছে কি করে ভালবাসা যাই
হয় থো পারব না আর কেউক ভালবাসতে
তুমি এইটা চিন্থা করো না আমি কি করে বাচবো
সেই তোমার দেওয়া কষ্ট গোল নিয়ে বেচে থাকব আমি
তুমি আর কারো হয়ে চলে যাবে
অন্য কারো ভুকে
আর আমি তোমার দেওয়া কষ্ট ভুকে নিয়ে থাকব
এক দিন ভালবাসার মানে অবশ্যই শিকবো
আমার ভালবাসার মানে বোঝবে তুমি সেই দিন
কারো কষ্টে হাসা অনেক সহজ
তুমিও কাদবে জেনে রেখো এক দিন তুমিও পড়বে জেনে রেখো এক দিন
আমার ভালবাসায় হাসনে ওয়ালে এক দিন তুমিই কাদবে আমার ভালবাসার জন্য
কষ্টে কাদবে তুমিও এক দিন
এক দিন না এক দিন তুমি বোঝবে আমার ভালবাসা
আর প্রথী মোনাজাথে চাইবে তুমি আমাকে
আর আমি থাকবো না সেই দিন এই পৃতিবিথে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন