“”””অধ্যায়ের অংশে তুমি””””
তুমি চাও আহ্লাদিতে ভালোবাসা
টানা চাওয়া চোখের পাতায়,
আমার হৃদয়ে দিল মাতাল হাওয়া ।
ঠোঁটের মাঝে আছে ভালোবাসার..
কামনার এ কিসের নেশা !
মেদতায় তোমাকে লাগিয়াছে ভালো,
সাথে আছে ছাটুনি চুল উজ্জ্বলে কালো ।
বর্নের উজ্জলে মায়াবী চেহারা,
মনে হয় যেন আমারই প্রিয়তমা ।
বুকের মাঝে স্পর্শের শীতল
সেই আছে হৃদয়ে করিতে আদর ।
দৈহিকে তোমার বিচ্ছিন্নতা
সাজনে আসিতো শুভায় পূষ্পতার ।
তোমার সম্মতিতে আমার চাওয়া,
পাবো বলে ভাবিয়া করিয়াছি তাহা ।
দেখি নাই তোমার সুসম্পর্না,
তার মাঝে যা পেয়েছি তাই দেখেছি
ভালো লাগার মাঝে পাশে চেয়েছি।
আমার জন্য তোমার থাকে মন মাতাল
পাইবে কাছে বলে সেই থাকে উত্তাল ।
ফুসরত হবে তোমার মাঝে সময়ের সাথে
আগামীর অধ্যায়ের অংশে তুমি আমার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন