যে চলে যাচ্ছে
 ----------
 যে চলে যাচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে আমারও
 এই শহর থেকে নিজের বাড়ি ফেরা
 দীর্ঘতর হয়ে ওঠে।
 বর্ষাকালে শহর বদলায়।
 কি যেন ওড়ে গুঁড়ো গুঁড়ো।
 ওই ছেলেটি হাঁটছে হলুদ টুপি পরে ঘড়ি দেখতে দেখতে।
 ওই মেয়েটি পায়ে মোজা পরে নেই।
 বহুদূরের কোনো বারান্দায় কেউ এলোমেলো,
 মনে মনে পায়চারি করে।
 আহা ইজিচেয়ার, কেউ প্রদীপ বসিয়ে দিলো।
 ফুটপাথের ধারে গাড়িরা ঘুমোয় লাইন দিয়ে
 ফুলের পাপড়ি ভরে যাচ্ছে তাদের মাথায়।
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন