নরকের রাজ পুত্র

Logo Design by FlamingText.com
Logo Design by FlamingText.com

Cheak you Time

সোমবার, ২২ জুলাই, ২০১৩

আদৌ কোনো কবিতা নয়... অসম্পূর্ণ কিছু কথা মাত্র...

আদৌ কোনো কবিতা নয়... অসম্পূর্ণ কিছু কথা মাত্র...

“….. তোমার আকাশছোঁয়া বাড়ি
আমি পারি না ছুঁতে তোমায়... আমার একলা লাগে ভারী...”

আজ এই গানটা খুব শুনছি জানো
সকালে কিছুতেই ব্লাইন্ডসগুলো তুলতে পারলাম না
সাদা দেয়াল-গুলো চেপে বসলো... হাসতে লাগল হা-হা করে
ওরা খুব হাসে
আমাকে দেখলেই হাসে
আমি তো শুধু একটা আকাশ দেখতে চাই... তার তলায় মাটি...
রাস্তা... কত লোক হেঁটে যাচ্ছে... গাড়ীর হর্ন...
একটা দিশেহারা মেঘ...
------------------------------------------------------
সবার মধ্যেই তো একটা আকাশ থাকে...
সেখানে মাঝে মাঝে মেঘ করে
কোনোটা ধবধবে সাদা, পেঁজা তুলোর মত নরম। মিষ্টি।
কোনোটা নিকষ কালো। একটু যেন রাগী। রাশভারী।
তারপর নিজের রাগে ও নিজেই হেসে ফেলে।
তখন বৃষ্টি হয়... মাটি থেকে সোঁদা গন্ধ
তাপ কমে যায়...
বিকেল হয়... রাত্রি হয়
তারা ফুটে ওঠে সেই আকাশে... একটা... দুটো... তিনটে...
------------------------------------------------------
আমার আজ নিকষ কালো দিন তাহলে
সারাদিন সারারাত
আজ কোনো তারা ফুটবে না বাইরে... বৃষ্টি হবে না...
------------------------------------------------------
নিজের আকাশ ছেড়ে, নিজের তারাদের ছেড়ে
অন্য আকাশ
বাইরের তারাদের দেখার দরকার কি?
সে আকাশ যে অনেক দূরে
তারাগুলো যে অনেক আলোকবর্ষ পেরিয়ে
------------------------------------------------------
কিন্তু ছুঁতে চাই যে! ইচ্ছে করে যে।
নিজেকে নিয়ে আর কাঁহাতক থাকা যায়! কতটা পারা যায়!
------------------------------------------------------
নিজের মধ্যেই বাহির থাকে
নিজের আকাশটাকে জড়িয়ে ধরলে...
নিজের তারাদের কাছের থেকে দেখলেই দেখবি
বাহির থেকে আকাশ নেমে আসছে পায়ের কাছে
দূরের তারাগুলো কাছে এসে বলছে... আমাদের ছোঁও না... ছোঁও না প্লিজ
বাহির তো অন্দরে, অন্তরে
সেখানে ডুব দে...
দেখবি ভেসে যাচ্ছিস অনেক অনেক দূরে
------------------------------------------------------
আমি যে দূরেই যেতে চাই। বাহিরকে দেখতে চাই। জানতে চাই।
আর বাহিরকে ভুলে থাকি কি করে
তবে যে ঠুলি পরতে হয়!
আর নিজেতে মজা... ? সেখানে যে কিছু নেই... সেখানে যে সব কিছু মজা
------------------------------------------------------
ঠুলি পরবি কেন? বরং যত ঠুলি আছে সব ফেলে দে...
শুধু নিজের আমি-টাকে ফেলে দিস না ... ওটাকেই আঁকড়ে ধর
যত আঁকড়াবি তত ও খুলে যাবে
ইঁট-পাথর-জানলা-দরজা সব উড়ে যাবে খোলা হাওয়ায়
তারপর একদিন দেখবি
আমিটা আর আমি নেই... আমিটা শূন্য হয়ে গেছে... আমিটা সব হয়ে গেছে...
তার অন্তর নেই। বাহির নেই। সব একাকার। সব এক।
তখন দেখবি, তুই আর একা নোস, একলা নোস।
তখন তুই নিজেই একটা আকাশ।
------------------------------------------------------
আমার আকাশ হতে ইচ্ছা করে না। যেতে ইচ্ছা করে।
এই একটু ছুঁয়ে এলাম। ঘুরলাম-ফিরলাম। তারপর চলে এলাম।
আর আকাশের বড় কষ্ট।
ভাবো তো ওর কাছে অতগুলো তারা... অতগুলো মেঘ
কিন্তু কেউ-ই যেন ওর নিজের নয়
মেঘগুলো এই আছি এই নেই, শুধু পালিয়ে বেড়ায়
তারাগুলোও যেন কেমন... কখন ওঠে, কখন নিভে যায়
এদিক থেকে ওদিক সরে যায়...
------------------------------------------------------
নিজের বলেই তো ও ওদের বাঁধে না, কিছু বলে না
ওদেরকে থাকতে দেয় ওদের মত করে
যার যেমন মন চায়, প্রাণ চায়
ও যে জানে সবাই ওর... সবই ওর
তাই চুপচাপ ভালোবেসে যায়...
------------------------------------------------------
তারারা কি জানে ও ওদের কতটা ভালোবাসে?
মেঘেরা?
ও কখনো বলেছে ওদের?
------------------------------------------------------
বলবে কেন? সব কথা কি বলতে হয় নাকি?
তবে ওরা বোঝে বোধহয়। তাই তো ফিরে আসে বারবার।
------------------------------------------------------
ওই যে তুমি বললে না... চুপচাপ ভালোবেসে যায়... তাতে ভারী কষ্ট
------------------------------------------------------
কষ্ট! হয়ত বা।
আমার কিন্তু মনে হয় জানিস
আকাশটা এক মানে জানে, একাকার জানে
আর সবকিছু যখন মিলেমিশে যায়
কষ্ট-দুঃখ-আনন্দ-গ্লানি... সব
তখন আকাশ বলে, তারা বলে, মেঘ বলে, তুই বলে, আমি বলে
আলাদা আলাদা কিছু আর থাকে না
শুধু একটাই... একটাই আমি বয়ে চলে
সীমা পেরিয়ে... সংজ্ঞা পেরিয়ে
শেষের দিকে... শুরুর দিকে
যেখানে শূন্যতার বীজ থেকে জন্ম নেয় আমি-র গান

আমিতে মিশবে বলে......
--------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন