চলাচল
তুমি যখন চুড়ায় পৌঁছানোর আশায়
ঊর্ধ্বমুখী সিঁড়ি খুঁজছো
আমি তখন নিম্নগামী অনেকটাই ,
তুমি যখন প্রবল উচ্ছ্বাসে
আগমনের উল্লাসে মুখর
আমি তখন প্রত্যাবর্তনের পথে ।
শুরুটা একই ছিল , সময়টাও এক
অথচ মাঝ পথে এসে তুমি
থমকে দাঁড়ালে দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে ।
পিছুটান বড় বেশী , বড় বেশী সংশয় মনে
বৃত্ত পূরণের আগেই কক্ষচ্যুত তুমি
পূর্ণবৃত্তের কেন্দ্রে নিশানা উড়িয়ে আমি ফিরে চলি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন