নরকের রাজ পুত্র

Logo Design by FlamingText.com
Logo Design by FlamingText.com

Cheak you Time

সোমবার, ২২ জুলাই, ২০১৩

তোমার জন্য

তোমার জন্য
--------
নদী বললে বলব তাকে
জল নিয়ে যা
যেমন খুশী যেথায় খুশী
যা বয়ে যা
তোর তো আছে সাগর, পাহাড়
অবিশ্রান্ত ছন্দ চলার
আমায় নিয়ে মিছেই
তোর ভাবনা বিলাস

পাখী বললে বলব তাকে
শ্রান্ত হলে ক্লান্ত ডানা
দন্ড দু'এক বসতে পারিস
ইচ্ছে হলেই গাইতে পারিস
তুই তো আরেক ছন্নছাড়া
এসব কথা তোর সাজে না

আকাশ বাতাস যেই বলুক
আমার জন্য আমার নিয়ম
এলোমেলো চেয়ার টেবিল
বইপত্র লেখার খাতা
আমার এমন ছন্দবিহীন
অবিন্যস্ত জীবন যাপন
যেমন ছিল থাকবে তেমন

শুধু
তুমি বললে
অমনি আমি সুবোধ বালক
ফিরতে ঘরে রাত হবেনা
ভরবে সাদা লেখার খাতা
গুটি গুটি লিখবো বসে
তোমার জন্য এই কবিতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন