নরকের রাজ পুত্র

Logo Design by FlamingText.com
Logo Design by FlamingText.com

Cheak you Time

সোমবার, ২২ জুলাই, ২০১৩

#### " তুমি জীবন " ####

#### " তুমি জীবন " ####
*************************
চার দেওয়ালে বন্দী জীবন
ছোট হতে হতে কতো ছোট হবে ।
সরল পথের সত্যি জীবন
বদলে গিয়ে আর কতো মিথ্যা হবে ।
পেটের খুদা ,মনের খুদার
খুদার চাহিদায় নিজেই হারিয়ে যাবে ।

ভালোবেসে জীবন জড়িয়ে ধরো
রৌদ্রে একটু মেলে ধরো ।
খোলা হাওয়ায় জীবন ওড়ে
ছোট হৃদয় বড় কারো
দেখবে জীবন খুশির হবে ।

সোজা পথে অনেক ধাঁধা
ভয় পাবে না
তুমি চল
দেখবে জীবন সরল হবে ।

জীবন থাকলে খিদে হবে
খিদে হলে স্বপ্ন হবে
স্বপ্ন ছাড়া যে শুন্য জীবন রবে ।

জীবন আঁধারে মন ছাড়া যে
জীবন শুন্য হবে ।
**************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন