নরকের রাজ পুত্র

Logo Design by FlamingText.com
Logo Design by FlamingText.com

Cheak you Time

সোমবার, ২২ জুলাই, ২০১৩

রাত আসছে ঐ

রাত আসছে ঐ

দিনের সূর্য অস্ত গেল রাত আসছে ঐ
মাগো আমার মশা তাড়াবার কয়েল গুলো কই?
বেড়ার দারে,পুকুর পারে মশা দাকে ঝুপে জারে.
মশার জ্বালায় ঘুম আসে না একলা জেগে রই
মাগো আমার মশা তাড়াবার কয়েল গুলো কই?
সেদিন থেকে কয়েল কিনে কেনইবা না আন
আমি বলি তুমি কেন চুপটি করে থাকো?
পড়ার টেবিলে আসি যখন মশার জ্বালায় জ্বলি তখন
বাজার থেকে কেন মা আর কয়েল আন নাকো?
আমি বলি তুমি কেন চুপটি করে থাকো
কয়েল কিনে না আনলে মা যে,মশার জ্বালায় মরব শেষে
তুমি তখন একলা গড়ে কেমন করে 'র' বে ?
আমিও নাই মশাও নাই কেমন মজা হবে .
মশায় মশায় ভরে গেছে শিউলি গাছের তল
তাড়িয়ে দিস মা পুকুর থেকে আনবি যখন জল
পুকুর পারের গাছের ফাঁকে মশা গুলো লুকিয়ে থাকে |
গাছটা যেন কাটিস মাগো পেরে গেছের ফল
কাল যে কয়েল আনবি কিনা এবার আমায় বল
দিনের সূর্য অস্ত গেল রাত আসছে ঐ
মাগো আমার মশা তাড়াবার কয়েল গুলো কই
মশার জ্বালায় ঘুম আসেনা -তাইতো জেগে রই
রাত হল যে মাগো,আমার কয়েল গুলো কই?

(ছোটদের জন্য লিখলাম ভাল লাগলে লাইক দিবেন )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন