নরকের রাজ পুত্র

Logo Design by FlamingText.com
Logo Design by FlamingText.com

Cheak you Time

সোমবার, ২২ জুলাই, ২০১৩

#### " পাগল হৃদয় " ####

#### " পাগল হৃদয় " ####

***************************
নষ্ট সময় ,নষ্ট শব্দের অভিধানে
সবচেয়ে নষ্ট তুমি শব্দটা ।
এই তুমি তো সেই
যার মুখ ভাসে সময় অসময়ে ।
যে অবেলায় খাবলা মারে হৃদয়ে
তুলে নেয় একবস্তা স্বপ্ন ।
আবার নিজেকে জুড়ে দেয় প্রেমিক হৃদয়ে
দিয়ে যায় এক বস্তা স্মৃতি।

এই তুমি সেই
যে একলা সময়ে পা দোলায়
মস্তিষ্কের চাহিদার ভিড়ে ।
মস্তিষ্ক থেকে হৃদয়ে পৌঁছে
স্বপ্ন দেখায় নানান অছিলায় ।
নিজেকে প্রমান করে অসামান্য
অশরীরী শরীরের স্পর্শে পাগল হৃদয়ে
ধরা দিয়েও ধরা দেয় না ।

এই তুমি সেই
যার অপেক্ষায় হৃদয় দাঁড়ায়
পথের উপর বন্ধ ঘড়ি হাতে ।
অপেক্ষা করে মিঠি কন্ঠের
অপেক্ষা করে ভালো থাকার ।
কখনো হৃদয় কাঁদে,কখনো হাসে
আকাশের চাঁদ হাতে পেলে
আসলে জানো হৃদয় ভালোবাসে।
*************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন