তাকে খুব বলতে ইচ্ছে করে
-------------------
তাকে খুব বলতে ইচ্ছে করে
ইদানিং রোজ রোজ আমি তার ছবি টবি দেখি
বসে থাকি যদি আজ ফোন বেজে ওঠে
বহুদিন পর আজ ,তাড়াতাড়ি শুয়ে পড়ি খাটে
চুপ করে ভেবে যাই,
যা কিছু ইচ্ছে করে রোজ
জানি সব ভেঙ্গে যাবে,
বিগত স্বপ্নগুলো ,যেভাবে ভেঙ্গেছে প্রতিদিন
জানি এবারে ও ভুল পথ
ভুল নদী,ভুল ভাল খেলার সংসার...
তাও খুব ভালবাসি
মনে মনে ভালবাসি
চুপি চুপি ভালবাসি খালি...
ঝুপঝাপ প্রেমে পড়ে আজকাল...
তাকে খুব বলতে ইচ্ছে করে !!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন